ভিসির আশ্বাসে ক্লাসে ফিরলো শিক্ষার্থীরা, আন্দোলন চলবে

|

ভিসির আশ্বাসে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন ঢাবির আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। এসময় আন্দোলনকারীরা আরও জানান, প্রশাসনের দেয়া আশ্বাস পর্যবেক্ষণে রেখে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আজ সকালে অপরাজেয় বাংলায় আন্দোলনের মুখপাত্র শাকিল মিয়া এ ঘোষণা দেন।

আগামী রোববার রাষ্ট্রপতির কাছে স্বারকলিপি দিতে যাবে আন্দোলনরত শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ কলেজকে অধিভুক্তি তালিকা বাতিলের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের হল, অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এদিকে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবিকে অযৌক্তিক-অগণতান্ত্রিক দাবি করে নিজ নিজ কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply