হত্যা মামলার হাজিরা দিতে রাজশাহী আদালতে দেলোয়ার হোসেন সাঈদী, চার্জ গঠন

|

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ১০৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

এরআগে সকাল ১১টার দিকে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা মামলায় হাজিরার জন্য রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে নেয়া হয়। এরপর শুনানি শেষে আবার জেল হাজতে প্রেরণ করা হয়। গত ২০ জুলাই ঢাকা থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়। নিরাপত্তাজনিত কারণে এবিষয়ে আগে জানানো হয়নি। কারাগার প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাবিতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ছাত্রলীগ কর্মী ফারুক নিহত হন। ২০১২ সালের ৩০ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply