এডিস মশা নিধন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়: স্বাস্থ্যমন্ত্রী

|

এডিস মশা নিধন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; এটি সিটি করপোরেশনের দায়িত্ব। এ মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মন্ত্রণালয় আর ডাক্তারদের দায়িত্ব চিকিৎসা দেয়া আর সেটিই করা হচ্ছে।

দুপুরে ঢাকা মেডিকেলে আয়োজিত ডেঙ্গু বিষয়ক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রত্যেক ডেঙ্গু আক্রান্তকে সেবা দেয়া হবে। ডেঙ্গু এখনও মহামারি আকার ধারণ করেনি দাবি করে জাহিদ মালেক বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্ক সৃষ্টির কোন কারণ নেই। ডেঙ্গু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, অন্যান্য দেশে এমন পরিস্থিতিতে মৃতের সংখ্যা অনেক বেশি থাকে। কিন্তু দেশে এখন পর্যন্ত মাত্র ৮ জন মারা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply