নতুন ইতিহাস লেখবেন তামিম?

|

শ্রীলঙ্কার বিপক্ষে অতীত ইতিহাস আর পরিসংখ্যন কোনোটাই বাংলাদেশের পক্ষে নেই। কলম্বোতে কাল থেকে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজ শুরু আগে তা বদলানোর হাতছানি বাংলাদেশের সামনে। এখন পর্যন্ত ৭ সিরিজের ২টি ড্র হলেও বাকি ৫ সিরিজে জয়ী লঙ্কানরা। এবার সাকিব-মাশরাফীকে ছাড়া দলের নেতৃত্বে তামিম ইকবাল। এ চ্যালেঞ্জ জয় করতে পারবেন তিনি?

সাম্প্রতিক সময়ে ২২ গজে লড়াইয়ে লঙ্কানদের চোখে চোখ রেখেই লড়ছে টাইগাররা। ওয়ানডেতে এখন পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ৪৫ ম্যাচে। তাতে শ্রীলঙ্কার জয় ৩৬টিতে, তামিমদের জয় ৭টিতে। ৭ ওয়ানডে সিরিজের কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। তাই পরিসংখ্যানে বাঁক দিতে সুযোগের সন্ধানে তামিম ইকবালের দল।

অতীত পরিসংখ্যান পক্ষে না থাকলেও সাম্প্রতি ৫ দেখায় তিনটিতে জয় লঙ্কানদের। দু’টিতে বাংলাদেশের। গেলো বছর দুবাই এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে ১৬৩ রানের বিশাল জয়ের সুখস্মৃতি টাইগারদের। সে ম্যাচে ছিল মুশফিকের ১৪৪ রান। অধিনায়ক তামিমের পরিসংখ্যানও লঙ্কানদের বিপক্ষে বেশ ভালোই। ২১ ম্যাচে ৬৪৫ রান তার। এ দু’জনের সাথে রিয়াদ-মিঠুনের ব্যাট বড় ভূমিকা রাখতে পারে সিরিজে।

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারির লঙ্কান বোলার মুত্তিয়া মুরালিধরন আগেই নিয়েছেন অবসর আর দ্বিতীয় সর্বাধিক ২৪ উইকেট নেয়া লাসিথ মালিঙ্গা সিরিজের ১ম ম্যাচের পর যাবেন অবসরে। বাংলাদেশের পক্ষে লঙ্কার বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী মাশরাফী দলে না থাকলেও আছেন ২১ উইকেট শিকারী রুবেল। সাথে প্রস্তুত ইনফর্ম মোস্তাফিজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply