হলি আর্টিজান হামলা মামলায় অভিযোগপত্র এ মাসেই

|

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা মামলায় এ মাসেই অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন, ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আজ রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মনিরুল ইসলাম বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তদন্তে ওই হামলার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি আরও জানান, আসামিদের মধ্যে এ পর্যন্ত পাঁচজনকে জীবিত ধরা গেছে। তারা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

যারা ওই ঘটনায় অর্থদাতা তাদের অনেককেই চিহ্নত করা গেছে বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। এছাড়া বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায়, প্রকাশক ফয়সাল আরেফীন দীপন, জুলহাস মান্নানসহ অন্যান্য লেখক-ব্লগার হত্যা মামলারও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply