ইংরেজি জানেন না প্রহরী, লোকসান ১ কোটি ৬০ লাখ টাকা!

|

জাপানের দর্শনীয় স্থান শিনজুকু গোয়েন পার্ক। দেশ-বিদেশের বহু পর্যটক দর্শনীয় স্থানটি দেখতে আসেন। এই স্থান থেকে মোটা অংকের টাকা আয় করে জাপান। এই পার্ক পরিদর্শন করতে হলে দর্শণার্থীদের দিতে হয় ২শ’ ইয়েন (১৫৬ টাকা)।

২০১৬ সালে পার্কের গেটে দায়িত্ব নেন নতুন এক প্রহরী। তারপর থেকেই লোকসানের মুখে পড়ে তারা।

কারণ অনুসন্ধান করে দেখা যায়, ইংরেজি না বোঝায় তিনি বিদেশি পর্যটকদের কাছ থেকে টিকিটের টাকা চাইতে লজ্জা পেতেন। যার ফলে ক্ষতি হয় ১ লাখ ৭০ হাজার ইউরো বা ১ কোটি ৬০ লাখ টাকা। এই পার্কটিতে প্রায় ১ লাখ ২৫ হাজার বিদেশি দর্শনার্থী বিনামূল্যে প্রবেশ করে।

এই ভুলের কারণে ওই প্রহরীর চাকরি চলে যায়। পাশাপাশি অবসর ভাতা থেকে কেটে নেয়া হয় ৩ লাখ ইয়েন বা ২ লাখ ৩৪ হাজার টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply