বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা দেখা যাবে যেভাবে

|

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় খেলাটি শুরু হবে। দেশে বসে টিভির পর্দা ও অনলাইনে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন ক্রিকেট ভক্ত-সমর্থকরা।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও মাছরাঙা টিভি খেলাটি সরাসরি সম্প্রচার করবে। অনলাইনে দেখা যাবে সনি লিভ অ্যাপ কিংবা র‍্যাবিটহোল এন্টেরটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।

ভারতের ক্রিকেটপ্রেমীরা বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচগুলো সরাসরি দেখতে পারবে স্টার স্পোর্টসের পর্দায়।

এছাড়া যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডে যথাক্রমে স্কাই স্পোর্টস ক্রিকেট ও স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও কানাডার অধিবাসীদের জন্য থাকছে ফক্স স্পোর্টস। দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্ট এবং কানাডায় এটিএন ক্রিকেট প্লাসে ম্যাচগুলো সরাসরি দেখানো হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply