উগান্ডায় ম্যালেরিয়ার প্রকোপ, মশারির ভেতর ঢুকার পরামর্শ

|

আফ্রিকার দেশ উগান্ডায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলের অ্যাপাক ডিস্ট্রিক্টে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

অল আফ্রিকা ডটকম গতকাল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

হাসপাতালগুলোতে ম্যালেরিয়ার রোগীর লাইন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা মশা নিধনে নেমেছেন।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ম্যাথু ইমার বলেন, হাসপাতালে যারা ম্যালেরিয়া সন্দেহে আসছেন তাদের ৮০ শতাংশের ক্ষেত্রে পরীক্ষায় ম্যালেরিয়ার ভাইরাস ধরা পড়ছে। গত মে মাসের শেষে প্রচুর বৃষ্টির পর থেকেই এই সমস্যা শুরু হয়।

স্থানীয় এক বাসিন্দা প্যাট্রিক ওকেলো জানান, গ্রামবাসী এখন নিজেদের ঘরের আশপাশ পরিষ্কারের অভিযানে নেমেছেন, যেসব জায়গায় মশা জন্ম নিতে পারে।

“আমরা পানি জমা থাকা চৌবাচ্চাগুলো পরিষ্কার করে ফেলছি যাতে ওখানে জন্ম নিতে না পারে। পুরোনো প্লাস্টিক বোতল, টায়ার, ঝুড়ি সংগ্রহ করে পুড়িয়ে ফেলছি,” বলেন ওকেলো।

স্থানীয় কুংগু স্বাস্থ্য কেন্দ্রের প্রধান জাসপার ওকোরি বলেন, প্রতিদিনি ম্যালেরিয়া রোগীর সংখ্যা বাড়ছে। আমরা মানুষকে মশারির ভেতর ঘুমানো আর মশার সম্ভাব্য জন্মস্থানগুলো ধ্বংস করতে পরামর্শ দিচ্ছি।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply