নতুন চমক নিয়ে আসছে পাঠাও!

|

বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিক্রি হচ্ছে পাঠাও। এ কারণেই চাকরি গেছে বিপুল সংখ্যক কর্মীর। গুঞ্জন আছে, সরিয়ে দেয়া হচ্ছে প্রধান নির্বাহী হুসেইন এম ইলিয়াসকে। অবশ্য এ খবরকে ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে রাইড-শেয়ারি অ্যাপ কোম্পানিটি।

পাঠাওয়ের প্রধান নির্বাহী হুসেইন এম ইলিয়াস যমুনা নিউজকে জানান, বিক্রি নয় বরং গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে আসছে পাঠাও।

পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছে, ভোগান্তি কমাতে ও ব্যবহারকারীদের কাছে পাঠাওকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন পরিকল্পনা রয়েছে তাদের।

তবে পাঠাও বিক্রির গুঞ্জন নিয়ে মাঠ পর্যায়ে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। বিদেশি বা দেশীয় কোম্পানি- যারাই পরিচালনার দায়িত্বে আসুক না কেন- সুযোগ সুবিধা বাড়ানোর দাবি রাইডার ও যাত্রীদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply