বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা, জায়গা নেই হাসপাতালে

|

রাজধানীর হাসপাতালগুলোতে গত কয়েক দিনের মত এখনো বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রোগীর প্রচণ্ড চাপ রয়েছে হাসপাতালগুলোতে।

শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায়, প্যাথলজি বিভাগে রক্ত পরীক্ষার ভিড় বাড়ছে।

এছাড়া রাজধানীর কোনো হাসপাতালেই বেড খালি নেই। অনেক হাসপাতালে বারান্দা-করিডোরেও চলছে চিকিৎসা।

এবার ডেঙ্গুর ধরণ আলাদা। তাই জ্বর হলে আগেভাগেই ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সচেতনতার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ তরল খাবার খাওয়ার পরামর্শও দিচ্ছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply