কাল ঢাবিতে আসছে প্লাটিলেট গণনার যন্ত্র

|

সম্প্রতি দেশের অন্যান্য স্থানের মতো ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও। শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন মৃত্যুবরণ করার পর প্রশাসনের উপর ডেঙ্গু নিয়ে পদক্ষেপ নেয়ার চাপ বাড়ে আরও বেশি।

এরফলে আগামীকাল পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে স্থাপন করা হচ্ছে রক্তের প্লাটিলেট পরিমাপের যন্ত্র। ফলে এখন থেকে কোন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হলে তাৎক্ষণিভাবে পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, ‘হল প্রশাসনগুলোকে আক্রান্ত শিক্ষার্থীদের ব্যাপারে খোঁজ নিতে বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে রক্তের প্লাটিলেট গণনার যন্ত্র আনা হচ্ছে। কোন শিক্ষার্থী আক্রান্ত হলে সাথে সাথে যাতে আমাদের জানানো হয়।

এদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ক্যাম্পাস ছুটির দাবিও তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে তারা এমন দাবি তুলে ধরেন। তারা বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু কোন পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না সেহেতু এমন অবস্থায় ক্যাম্পাস ছুটি ঘোষনা করাই ভালো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply