ফেনীতে ডেঙ্গু রোগী ২৭ জন

|

ফেনী প্রতিনিধি:

ডেঙ্গু আতঙ্কে ভুগছে ফেনী। ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি আছে ২২ জন ও ফেনী ডায়বেটিস হাসপাতালের ৫ জন। এছাড়া জেলার বিভিন্ন বেসরকারী হাসপাতালেও রোগী রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফেনীতে ভর্তির বেশীরভাগই ঢাকায় আক্রান্ত।

জানা যায়, গত কয়েক দিনে জেলার ২৫০ শয্যার সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৮ রোগী। এরমধ্যে ২২ জন এখনো চিকিৎসা নিচ্ছেন, ৬ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। অন্যদিকে, ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন রোগী। ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারি জানান, শনিবার পর্যন্ত ২৭ ছিল। কিছু সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। এখন ২২ জন চিকৎসাধীন রয়েছে। এরমধ্যে ৬ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। মোট চিকিৎসা নিয়েছেন ৫৮ জন।

ফেনী ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শুসেন চন্দ্র শীল জানান, পাঁচজন রোগী ভর্তি আছেন। ৬ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গত কয়েক দিনে ২৫ জন চিকিৎসা নিয়েছেন। তবে গত দুই মাসে ৬০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply