মুশফিকের লড়াইয়ে টাইগারদের সংগ্রহ ২৩৮

|

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে একাই লড়াই করেছেন মুশফিকুর রহিম। যদিও শেষ পর্যন্ত ২ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। শেষ পর্যন্ত ১১০ বলে ৯৮ রানে অপরাজিত মুশফিক। শেষ পর্যন্ত ৮ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ২৩৮ রান।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। সৌম্য সরকারকে দিয়ে শুরু। দলীয় ২৬ রানের সময় নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। মাত্র ৫ রান পরই উদানার বলে প্লেইড অন হয়ে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপ থেকেই অফ ফর্মে রয়েছেন বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল। আগের ম্যাচে শূন্য রানে বোল্ড হওয়া তামিম আজ ফেরেন ৩১ বলে ১৯ রান করে। এরপর মিঠুন-মাহমুদউল্লাহ’র ব্যাটে স্বপ্ন দেখলেও ১৫-তম ওভারে মিঠুনের বিদায়ে সেটি ধূলিস্যাৎ হয়ে যায়। সঙ্গীকে হারিয়ে মাহমুদউল্লাহও যেন দিশেহারা। দলীয় স্কোরবোর্ডে ৪ রান যোগ হতে না হতেই বোল্ড হয়ে ফিরে যান তিনিও। ৮৮ রানের মাথায় রান আউটের খড়গে পড়েন সাব্বির রহমান। দলীয় ১১৭ রানে মোসাদ্দেকও চরম বিপদে পড়ে যায় টাইগাররা।

দলকে গর্ত থেকে টেনে তুলতে দায়িত্বশীলতার পরিচয় দেন মুশফিক। উইকেটের এক পাশ আগলে রেখে একাই লড়াই করে যান জাতীয় দলের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান। সপ্তম উইকেটে মেহেদী মিরাজকে সাথে নিয়ে ৫৭ বলে ৫৭ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪৩ রানে মিরাজ ফিরে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মুশফিক। শেষ ওভারের সুযোগ পেয়েও মিস করেছেন সেঞ্চুরি। তবে, বাংলাদেশকে বিপর্যয় থেকে ঠিকই টেনে তুলেছেন।

যমুনা অনলাইন: টিবিজেড/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply