দু’বেলা খেতে পায়না পাকিস্তানের অর্ধেক মানুষ

|

ঠিক মতো দু’বেলা খাবার জোটেনা পাকিস্তানের অর্ধেক জনসংখ্যার। বর্তমানে চরম আর্থিক দুরবস্থায় ধুকতে থাকা দেশটির এক সমীক্ষায় এমন চিত্রই উঠে এসেছে।

পাকিস্তানের জাতীয় পুষ্টি সমীক্ষা ২০১৮-১৯ এর তথ্য মতে, পাকিস্তানের ৫০ শতাংশ পরিবার দু’বেলা খেতে পারেনা। দেশটির ৪০ দশমিক ২ শতাংশ শিশু জন্মগত অপুষ্টির শিকার।

পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য পরিসেবা মন্ত্রণালয়ের তথ্য মতে, পাকিস্তানের ৩৬ দশমিক ৯ শতাংশ পরিবার খাবার কিনতে রীতিমতো হিমশিম খায়। তবুও যা কেনে তাতে পুষ্টির পরিমাণ সামান্যই থাকে।

সম্প্রতি দেশটির গিলগিট, বেলুচিস্তান, কাশ্মীরে এ জরীপ চালানো হয়েছে।

১ লাখ ১৫ হাজার ৬০০ পরিবারের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৩২৪ জন নারী, পাঁচ বছরের নিচে ৭৬ হাজার ৭৪২ জন শিশু এবং ১০-১৯ বছরের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৮৪৭ জন অপ্রাপ্তবয়স্কের ওপর সমীক্ষা করে এনএনএস। সমীক্ষায় সবার রক্ত এবং মূত্রের নমুনা, পানি, বাড়ি সংলগ্ন নিকাশ ব্যবস্থা সবকিছুই খতিয়ে দেখা হয়।

সমীক্ষায় আরও প্রকাশ, পাকিস্তানের মাত্র ৪৮ দশমিক ৪ শতাংশ নারী তাদের সন্তানদের বুকের দুধ পান করান।

পাকিস্তানের ন্যাশনাল ইন্সটিটিউট অব চাইল্ড হেলথের সভাপতি অধ্যাপক জামাল রেজা বলেন, ২৪ বছর আগেও দেশে এমন অবস্থা ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply