গরু হিন্দু ধর্মাবলম্বী, মৃত্যুর পর শ্মশানে দাহ করা উচিত: বিজেপি নেতা

|

গরু হিন্দু ধর্মাবলম্বী৷ মৃত্যুর পর গরুর দেহ মাটিতে না পুঁতে শ্মশানে দাহ করা উচিত বলেও এমনটাই বললেন এক বিজেপি নেতা। উত্তর প্রদেশের বারাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব এ কথা বলেন।

বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব বলেন, সাধারণত গরু মারা যাওয়ার পর মাটিতে তার দেহ পুঁতে দেওয়া হয়৷ মুসলমানদের কবর দেওয়ার সঙ্গে এই রীতির মিল রয়েছে৷ কিন্তু গরু হিন্দু ধর্মাবলম্বী৷ তাই তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য দেহ পুড়িয়ে দেওয়াই বাঞ্ছনীয়৷

তিনি আরও বলেন, অবিলম্বে সরকারিভাবে এমন নির্দেশিকা জারি করুন৷ শুধু তাই নয়, আমি বলব গরুদের দাহ করার জন্য পৃথক শ্মশান তৈরি হোক৷ তাতে অবশ্যই থাকতে হবে বৈদ্যুতিক চুল্লিও৷

এদিকে, রঞ্জিত শ্রীবাস্তবের এই ‘গোপ্রীতি’ বিরোধী দলের কাছে সমালোচনা শিকার হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply