কানাডায় ঝড় তুললেন আফ্রিদি

|

বয়স ৪০ ছুঁই ছুঁই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই বছর আগে। তবে এখনও শহীদ আফ্রিদির ব্যাটে ধার কমেনি। এর প্রমাণ পাওয়া গেল গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে। বিধ্বংসী ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দিয়েছেন তিনি।

আফ্রিদি পাকিস্তানের হয়ে সবশেষ মাঠে নামেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে৷ আর গেল বছর আইসিসি একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। এর পর বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলে চলেছেন বুমবুমখ্যাত ক্রিকেটার।

রোববার গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে ব্র্যাম্পটন উলভসের হয়ে ধামাকা ইনিংস উপহার দেন আফ্রিদি৷ এডমন্টন রয়্যালসের বিপক্ষে মাত্র ৪০ বলে ৮১ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ৫ ছয় ও ১০ চারে ইনিংসটি সাজান সাবেক এ পাক অধিনায়ক।

আফ্রিদির ব্যাটে ভর করে ২৭ রানে ম্যাচ জেতে ব্র্যাম্পটন৷ নিজেদের অফিসিয়াল টুইটারে তার এ ঝড়ো ইনিংসের ভিডিও আপলোড করেছে গ্লোবাল টি-২০ কানাডা লিগ৷

বয়সকে ভুল প্রমাণ করে সিএএ সেন্টার পার্কের বিভিন্ন জায়গায় বল আছড়ে ফেলেন আফ্রিদি৷ শুধু ব্যাট হাতে নয়, বোলিংয়েও স্বমহিমায় উজ্জ্বল ছিলেন তিনি। তুলে নেন এডমন্টন রয়্যালসের স্বদেশী তারকা মোহাম্মদ হাফিজের উইকেট।

আফ্রিদির ৮১ ও লেন্ডল সিমন্সের ৩৪ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে ২০৭ রান তোলে ব্র্যাম্পটন। তাড়া করতে নেমে ১৮০ রানে থেমে যায় এডমন্টনের ইনিংস৷ দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন বিশ্বনন্দিত ক্রিকেটার।

দেশের হয়ে ১০ বছরে ৯৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফ্রিদি৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও পাকিস্তান সুপার লিগে(পিএসএল) নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। গেলবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলেছেন। এখন খেলছেন গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে। এ ছাড়া ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম ক্রিকেট টুর্নামেন্ট খেলতে বেলফাস্ট টাইটানসে সই করেছেন সাবেক বিশ্বখ্যাত এ অলরাউন্ডার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply