পটুয়াথালী প্রতিনিধি
দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতি ও যাত্রী হয়রানি বন্ধ করে আজ থেকে পটুয়াখালী জেলায় অভ্যন্তরীণ ও পটুয়াখালী-বরিশাল রুটে যাত্রীবাহী বাস নতুনভাবে চলাচল শুরু হলো।
আজ সকাল সাড়ে ১০টায় বাসস্টান্ডে ফিতা কেটে বাস চলাচল উদ্বোধন করেন বাস মালিক গ্রুপের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ।
একই সাথে ফিটনেসবহীন ও অবৈধ যান চিহ্নিত করে বৈধ বাসগুলোর সামনে স্টিকার লাগিয়ে চিহ্নিত করা হয়। ব্যবস্থা করা হয়েছে নিয়মিত টহল ব্যবস্থাও। এরফলে আজ থেকে কোন অবৈধ বা ফিটনেসবিহীন বাস পটুয়াখালীর কোন রুটে চলাচল করতে পারবেনা।
এ উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী বাস মিনিবাস মালিক গ্রুপের অর্ধশতাধিক মালিকগন সেখানে উপস্থিত থেকে প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি বাস মালিকদের কাছে প্রশাসক নুরুল হাফিজ সহযোগিতা কামনা করেন। সাথে সাথে যাত্রীদের কোন অভিযোগ থাকলে ০১৭৩৩৩৩৪১০৩ নাম্বরে জানানোর জন্য অনুরোধ জানান তিনি।
Leave a reply