হিলি সীমান্তে সীমানা পিলার পরিদর্শনে ভারত-বাংলাদেশ যৌথ প্রতিনিধি দল

|

হিলি প্রতনিধি
দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত ভারত-বাংলাদেশের মধ্যকার আন্তর্জাতিক সীমানা পিলার গুলো পুণঃ নির্মাণ ও মেরামতের লক্ষে উভয় দেশ যৌথ ভাবে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ভারত ও বাংলাদেশের একটি যৌথ প্রতিনিধি দল দিনাজপুরের হিলি চেকপোস্ট গেট থেকে শুরু করে পার্শবর্তী কোড়িয়া সীমান্ত পর্যন্ত ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা পিলার গুলো পরিদর্শন করেছেন।

হিলি চেকপোষ্ট গেট সংলগ্ন ২৮৫ এর ১১ সাব সীমানা পিলার থেকে শুরু করে ২৮৬ মেইন পিলার এবং পার্শবর্তী কোড়িয়া সীমান্তের ২৭৭ এর ৫৮ সাব সীমানা পিলার থেকে ২৭৮ এর ১১ সাব সীমানা পিলার পর্যন্ত দিনব্যাপী চলে এই জরিপ কাজ।

বাংলাদেশের পক্ষে ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তসলীমুল ইসলাম এবং ভারতীয় ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পশ্চিম বঙ্গের ল্যান্ড রিকুজিশন এন্ড সার্ভে এর পরিচালক এলএএস পরিচালক অভানিন্দ্র সিং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply