ডেঙ্গু জ্বরে আক্রান্ত নায়ক আলমগীর

|

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা ও আশি ও নব্বইয়ের দশকে দাপুটে নায়ক আলমগীর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত শনিবার তার এই ডেঙ্গু ধরা পরে। স্কয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

ভয়ের কিছু নেই জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘সারা দেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ছে। সম্প্রতি আমাদের সবার প্রিয় নায়ক আলমগীর ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ভয়ের কিছু নেই। সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে সফল ছিলেন আলমগীর। শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply