মাথায় সানসেট ভেঙে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

|

নড়াইলের কালিয়ায় পুরাতন মসজিদের সানসেট মাথায় ভেঙে পড়ায় রাব্বি শেখ (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। রাব্বি বড়কালিয়া গ্রামের হোসাইন শেখের ছেলে ও কালিয়া সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও রাব্বির পারিবারিক সূত্র জানায়, কালিয়া বাজার জামে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের পুরাতন ভবনটি নিলামে বিক্রি করে দেন। গত কয়েক দিন হলো মসজিদটি ভাঙতে শুরু করে। প্রতিদিনের মত সকাল ৯ টার দিকে রাব্বি বাজার জামে মসজিদ সংলগ্ন পায়ে চলা সরু পথ দিয়ে স্কুলে যাওয়ার সময় পূর্বে ভেঙ্গে থাকা জানালার একটি সানসেট খসে পড়লে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বলেছেন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ১ লাখ টাকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply