চিকিৎসা দিতে গিয়ে ডাক্তারই ডেঙ্গুতে আক্রান্ত

|

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে বুধবার পর্যন্ত ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগি সনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে গতকাল বিকেলে মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান চিকিৎসা দেওয়া অবস্থায় জ্বর অনুভব করলে পরীক্ষার পর জানা যায় তিনিও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগি সনাক্ত করা হয়েছে জেলায়।

আক্রান্তরা গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান জানান, বুধবার বিকেলে তিনি রোগিদের চিকিৎসা দেওয়ার সময় জ্বর অনুভব করেন পরে পরীক্ষার পর ধরা পড়ে তিনিও ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

তবে তিনি জানান, কিছুদিন আগে তিনি ঢাকা গিয়েছিলেন, ঢাকায় তার স্ত্রী থাকেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

জেলা সিভিল সার্জন শামীম আরা নাজনিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আতঙ্কিত না হয়ে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply