ছিটমহলের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে মিছিল-স্মারকলিপি

|

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া থেকে কয়েকশ শিক্ষক-কর্মচারী মিছিল নিয়ে কুড়িগ্রাম শহর প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ-ভারত সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মইনুল হক। উপস্থিত ছিলেন, দাসিয়ারছড়া সমন্বয়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, দাসিয়ারছড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই।

সমাবেশে বলা হয়, দীর্ঘ ৬৮ বছর পর গত ১ আগষ্ট ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের অভ্যন্তরে বিলুপ্ত ভারতীয় ছিটমহলে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ২০১৫ সাল থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক-কর্মচারী বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই ছিটমহলে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য সকল শর্ত শিথিল করে ওইসব প্রতিষ্ঠান এমপিভুক্তির দাবি জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply