হজে গেলেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের পরিবারের সদস্যরা

|

সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন ক্রাইস্টচার্চ হামলার শিকার মুসল্লি বা নিহতদের পরিবারের সদস্যরা।

সম্প্রতি ক্রাইস্টচার্চ হামলায় ক্ষতিগ্রস্তদের হজের যাবতীয় খরচ বহনের ঘোষণা দেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। যার ধারাবাহিকতায়, বৃহস্পতিবার মক্কার উদ্দেশে ক্রাইস্টচার্চ ছেড়ে রওনা হন হামলার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যেদের প্রথম দলটি। আগামী শনিবার রওনা দেবেন মুসল্লিদের দ্বিতীয় দলটি। সবমিলিয়ে, দু’শো জন পাবেন হজ করার সুযোগ।

গেলো ১৫ মার্চ, ক্রাইস্টচার্চের দু’টো মসজিদে হামলা চালিয়ে অর্ধশতাধিক মুসলিমকে হত্যা করে কট্টর শ্বেতাঙ্গপন্থি। বর্তমানে, পুলিশের হেফাজতে ব্রেন্টন ট্যারান্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply