মিরসরাইয়ে স্কুলছাত্রকে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

|

৪ বছর আগে চট্টগ্রামের মিরসরাইয়ের এক স্কুলছাত্রকে হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কাজী সরওয়ার উদ্দিন, মীর হোসেন ও শহীদুল ইসলাম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হোসনে মোবারক রুবেল। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সরওয়ারের ভাই।

ঘটনার পর থেকে সরওয়ার পলাতক, বাকি ৪ আসামিদের রায় ঘোষণার পর কারাগারে পাঠিয়ে দেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌসুলি জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ড দিয়েছেন আদালত। জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ৬ জুন ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় মিরসরাইয়ের জোরারগঞ্জ জেবি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফারহান সাকিবকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply