সাতক্ষীরায় সায়ের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় সায়ের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। তবে স্বল্প সময়ের নোটিশে উচ্ছেদ অভিযান চলায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।

সকালে শহরের পাকাপোল সড়ক থেকে বড় বাজার কেষ্ট ময়রার মোড় পর্যন্ত এই অভিযান চলে। এসময় ছোট বড় বিভিন্ন কাঠের ফার্ণিচারের দোকান ও কেষ্ট ময়রার মোড়ে পাকা ভবনের কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়।

এডিএম আবু সাঈদের নেতৃত্বে ৪জন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স নিয়ে এই অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, এল্লার চর ও খেজুরডাঙ্গী স্লুইজ গেট তুলে দিয়ে প্রাণ সায়র খালন পুন:খনন, পানির প্রবাহ সৃষ্টি ও শহরের মধ্যে খাল পাড় দৃষ্টিনন্দন করা হবে। একই সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা, নাজমুন্নাহার, মুরশিদা খাতুন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরির উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়।

উল্লেখ্য ১৮৬৫ সালে তৎকালীন সাতক্ষীরার জমিদার প্রাণনাথ রায় চৌধুরি প্রাণসায়ের খাল খনন করে ব্যবসা বাণিজ্যে এগিয়ে নেন। ৯০ সালে খালের দুই পাড়ে স্লুইজ গেট নির্মাণ করায় পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। বর্তমান খালটি শহরের ভাগাড়ে পরিণত হয়েছে, হয়েছে মশক উৎপাদনের নিরাপদ স্থান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply