৭ বছরের শিশুর মুখে ৫২৬টি দাঁত!

|

সাত বছরের শিশুর মুখের মাড়ি কেটে বের করা হলো ৫২৬টি দাঁত। এ ঘটনা ঘটেছে চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

জানা যায়, দীর্ঘদিন ধরেই দাঁতের ব্যথায় কষ্ট করছিলো ওই শিশুটি। প্রথমে সমস্যা দেখা দেয় তিন বছর বয়সে। তখন শিশুটির মুখের ডান দিকের নীচের মাড়ি ফুলে যায়। শুরুতে একে তেমন গুরুত্ব না দিলেও বয়স বাড়ার সাথে সাথে সমস্যা বাড়তে থাকে। এরপর শিশুটিকে সবিতা ডেন্টাল কলেজে নিয়ে যান বাবা-মা।

এক্স-রে করার পর রিপোর্ট দেখে তাজ্জব বনে গিয়েছেন চিকিৎসকরা। রিপোর্টে দেখা যায়, শিশুটির ডান দিকের নিচের মাড়িতে একটি থলির মতো অংশে দাঁত গিজগিজ করছে। পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

প্রায় পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর শিশুটির ডান দিকের মাড়ি কেটে সেখানে প্রায় ২০০ গ্রাম ওজনের একটি দাঁতের থলি পাওয়া যায়। এই থলি থেকে ছোট ছোট মুক্তোর মতো ৫২৬টি দাঁত বের করা হয়।

সবিতা ডেন্টাল কলেজের ‘ওরাল অ্যাণ্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ডিপার্টমেন্ট’-এর অধ্যাপক পি সেন্থিলনাথান জানান, এটি একটি বিরল ঘটনা। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে কমপাউন্ড কম্পোজিট অনডেন্টাম বলা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply