পুরনো শত্রু খতমে মাঠে সাকিব, আজ যাচ্ছেন হজে

|

২০১৩ সালের অক্টোবর। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ চলছিল বাংলাদেশের। হঠাৎই খবর- প্রচণ্ড জ্বর সাকিবের। টিম হোটেল থেকে সোজা অ্যাপোলো হাসপাতাল- জানা গেলো ডেঙ্গু। ফলাফল- ঘরের মাঠে সিরিজ থেকে ছিটকে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। হাড়েহাড়ে টের পান ডেঙ্গু জ্বরের যন্ত্রণা। সেই থেকে এডিস মশা তার শত্রু।

রাজধানী ঢাকায় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। মৃত্যুর খবরও আসছে প্রতিদিন। দেশের এমন দুর্যোগে বসে থাকতে পারেননি সাকিব। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীর বিদ্যা নিকেতন স্কুল ও কলেজে ডেঙ্গু নিয়ে সচেতনামুলক কার্যক্রমে অংশ নেন। স্মৃতির পাতা হাতড়ে জানান, ‘আমার একবার ডেঙ্গু হয়েছে। তাই আমি জানি এটা কত কষ্টকর।’

সাকিবের পর্যবেক্ষণ, এবছরের মতো ডেঙ্গু এতটা ভয়াবহ আকার ধারণ করেনি। এবছর যেহেতু প্রকটভাবেই শুরু হয়েছে এবং অন্যান্য জেলাতেও ছড়িয়ে পরেছে, যারা ঢাকাতে তারা বহন করে তাদের জেলাতেও নিয়ে যাচ্ছে, সিরিয়াসনেসটা সবার মধ্যে থাকা দরকার। বোঝা দরকার যে জিনিসটা কতটা ভয়ঙ্কর হতে পারে।’

সাকিবের সহজ সমাধান, ‘সবার উচিত এই সম্পর্ক সচেতনতা বাড়ানো। একই সাথে যে যে কাজগুলো আমরাদের সচেতন মানুষ হিসেবে করা উচিত সেটার করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার পর নিজেও মশার ওষুধ ছিটিয়ে ‘পুরনো শত্রু’ খতমে নামেন। সাকিব মনে করেন, সম্মিলিকভাবে প্রচেষ্টা চালালে চলমান ডেঙ্গু পরিস্থিতি থেকে মুক্তি মিলবে। হজ্জ করতে আজ রাতে দেশ ছাড়বেন সাকিব। যাওয়ার আগে পুরনো শত্রুর বিরুদ্ধে জোরালো লড়াইয়ের আহ্বান যেমন জানিয়ে গেলেন তেমনি হজেও নিশ্চয় তার প্রার্থনায় থাকবে দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply