অজ্ঞান পার্টির হাতে খুন এনএসআই কর্মকর্তা

|

এনএসআই কর্মকর্তা শামসুদ্দীনের মরদেহ ঢাকা মেডিকেল থেকে মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা গেলেন গোয়েন্দা সংস্থা এনএসআই-এর ফিল্ড অফিসার শামসুদ্দীন। গতকাল বিকেলে রাজধানীর পল্টন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি জানায়, পল্টন এলাকায় বিআরটিসি বাসে অজ্ঞান পার্টির কবলে পড়েন তিনি। পরে সেখান থেকে পুলিশ শামসুদ্দীনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনে। রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শামসুদ্দীন এনএসআই-এর সদর দপ্তরে সিনিয়র ফিল্ড অফিসার পদে কর্মরত ছিল। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে। মধ্যরাতে এনএসআই-এর কর্মকর্তারা তার মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply