ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে ৭টির মধ্যে ৫টি ইউনিটের উৎপাদন বন্ধ

|

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর ঘোড়াশালের পলাশে তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিপর্যয় দেখা দিয়েছে। বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার (২ আগস্ট) পর্যন্ত ৭টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিটেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্যায়ক্রমে ত্রুটি সেরে ইউনিটগুলোতে পুনরায় উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মীর রুহুল কুদ্দুস।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ৩১ জুলাই ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটির বয়লার ও টারবাইনের সমস্যার কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিটটিও এক সপ্তাহ ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

১৫ জুলাই বয়লার ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অপর ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিটটির উৎপাদনও বন্ধ রয়েছে। ৩৬৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের ৭নং ইউনিটটির গত ১ মাস ধরে গ্যাস বোষ্টারের কারণে উৎপাদনও বন্ধ রয়েছে।

অপরদিকে ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৬নং ইউনিটটিতে অগ্নিকাণ্ডের কারণে গত কয়েক বছর ধরে উৎপাদন বন্ধ রয়েছে। কবে নাগাদ ইউনিটগুলো চালু হবে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এদিকে আজ শুক্রবার সচল ৩নং ইউনিটে ২৪০ ও ৪নং ইউনিটে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে।

যান্ত্রিক ত্রুটি সেরে শনিবার থেকে ১ নং ইউনিটটি উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকিগুলো পর্যায়ক্রমে ত্রুটি সেরে উৎপাদনে যাবে বলে জানিয়েছেন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply