ওয়াসিম আকরামকে কোচ দেখতে চান মিয়াঁদাদ

|

ফরম্যাট অনুযায়ী কোচ ও অধিনায়ক বদলের পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। এমন আলোচনা যখন তুঙ্গে, তখন ওয়াসিম আকরামকে কোচ করার কথা বলছেন জাভেদ মিয়াঁদাদ।

দেশি কোচ নেয়ার পক্ষে যুক্তি দেখিয়েছেন এই সাবেক তারকা ব্যাটসম্যান। মিয়াঁদাদ মনে করেন, ‘জেলা পর্যায়ে আপনি এমন কোচ নিতে পারেন যারা ল্যাপটপ অথবা ডিজিটাল কোচিং পদ্ধতিগুলো অনুসরণ করতে পারে।’

অবশ্য তিনি তৃণমূল পর্যায়ে এমন প্রযুক্তিসমৃদ্ধ কোচের পক্ষে হলেও জাতীয় পর্যায়ে এর পক্ষে নন। কারণ হিসেবে বলেছেন, ‘সর্বোচ্চ পর্যায়ে আমাদের এমন একজন কোচ প্রয়োজন, যিনি অনুশীলনে খেলোয়াড়দের দুর্বলতা দূর করতে পারেন।

এর কারণ বেশিরভাগ ক্রিকেটারই আসে গ্রাম থেকে। তাদের কম্পিউটার, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান নেই। তাই প্রযুক্তি নিয়ে তাদের কোচিং করালে হয়তো তারা খাপ খাওয়াতে পারবে না।’
মিয়াঁদাদ মনে করেন, সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটার প্রস্তুত করা যায় না। এটা করতে হয় তৃণমূল পর্যায়ে। তাই সিনিয়র পর্যায়ে কোচ নয়, ট্রেনার থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। এটি করার জন্য ওয়াসিম আকরামকে কোচ করার পক্ষে মিয়াঁদাদ, ‘সাবেক কোচ যারা অতীতে তিনবারের মতো কোচিং করিয়েছেন তাদের প্রয়োজন এখানে। এক্ষেত্রে ওয়াসিম আকরামের কথা বলা যেতে পারে। যার অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। জাতীয় পর্যায়ে ছেলেদের সঙ্গে সেভাবে মানিয়েও নিতে পারবেন।’

ওয়াসিমকে কোচ করার পক্ষে তার যুক্তি, ‘দেখুন ওয়াসিম আকরামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেটবিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু বিস্ময়কর ফল পাওয়া যাচ্ছে। বাকিরা যদি ওদের অভিজ্ঞতা

কাজে লাগায়, তাহলে আমরা কেন আমাদের গ্রেটদের কাজে লাগাতে পারব না?’

তিনি যোগ করেন, ‘বিদেশিরা কিন্তু খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নয়নে সেভাবে আগ্রহী নয়। বিদেশিরা শুধু ভালো করলে কৃতিত্ব নেয়। আর খারাপ করলে দোষ খেলোয়াড়দের ঘাড়ে চাপিয়ে দেয়।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply