হজ ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হলো নওয়াজের দুই ভাতিজাকে

|

হজ ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হলো কারারুদ্ধ সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ভাতিজাকে। তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা আছে বলে জানা গেছে। তারা হলেন নওয়াজ শরিফের প্রয়াত ভাই আব্বাস শরিফের ছেলে ইউসুফ আব্বাস ও আবদুল আজিজ আব্বাস। তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা আছে বলে জানা গেছে।

দ্য ডন ও ইন্ডিয়া টুডের সূত্রে জানা গেছে, ইউসুফ আব্বাস ও আবদুল আজিজ আব্বাস প্রভিশনাল ন্যাশনাল আইডেনটিটির (পিএনএ) তালিকাভুক্ত। এ তালিকাভুক্ত ব্যক্তিরা সরকারের অনুমতি ছাড়া কেউ দেশের বাইরে যেতে পারেন না। তাই, পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) নির্দেশে আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে মদিনাগামী একটি বিমান থেকে নামিয়ে দেওয়া হয় এ দু’জনকে।

নওয়াজের এ দুই ভাতিজা একটি সুগার মিলের শেয়ার হোল্ডার। এ মিলের একটি আর্থিক প্রতারণার মামলায় তারা আসামি। তাদের আয়ের উৎস নিয়েও আছে নানা প্রশ্ন। একই মামলায় নাম আসছে নওয়াজ শরিফ, শাহবাজ শরিফ ও মরিয়ম নওয়াজ শরিফেরও।

উল্লেখ্য, আর্থিক কেলেঙ্কারির মামলায় ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে নওয়াজ শরিফকে। তিনি এখন কারাবন্দি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply