পিনাক-৬ লঞ্চ ডুবির ৫ বছর

|

মাদারীপুরে পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চ ডুবির ৫ বছর আজ। সরকারি হিসেবে, এ ঘটনায় ৪৯ যাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন ৫৩ জন।

নিহত যাত্রীদের মধ্যে এখনও ২১ জনের পরিচয় জানা যায়নি। ডিএনএ নমুনা সংগ্রহের পর যাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

লঞ্চ দুর্ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে ৫ বছরে তার অগ্রগতি নেই তেমন একটা। এতে ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজনরা। পিনাক ট্র্যাজেডির পর নৌপরিবহন মন্ত্রণালয় ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি দুর্ঘটনা প্রতিরোধে ২৪ দফা সুপারিশ করে। যেগুলোর কিছু বাস্তবায়ন হলেও বেশিরভাগই রয়ে গেছে আধারে। ডুবে যাওয়া পিনাক-৬-এর সন্ধান মেলেনি আজও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply