টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

|

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা সহ দুই জন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। আজ সোমবার ভোর রাতে টেকনাফের নাফ নদীর খারাংখালী দুই নম্বর স্লুইচ গেইট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, ২টি আগ্নেয়াস্ত্র, দুইটি কিরিচ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, উখিয়ার কুতুপালং ২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম (২৭) ও টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার এলাকার মৃত জলিল আহমদের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০)।

বিজিবি টেকনাফস্থ ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মো. ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে এমন খবর পায় বিজিবি। এর প্রেক্ষিতে নাফ নদীতে বিজিবির বিশেষ টহল দল অবস্থান নেয়। ভোর রাত সাড়ে ৩ টার দিকে ৪/৫ জন লোককে এপারে আসলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে থাকে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছু সময় গুলাগুলির পর ইয়াবা পাচারকারীরা পিছু হটে। পরে বিজিবি ঘটনাস্থল তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ ২ জনকে উদ্ধার করে। গুলিবিদ্ধ ২ জনকে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply