ভারতের সাংবিধানিক কাঠামো ভেঙ্গে গেল : পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

|

কোন ধরনের আলোচনা ছাড়াই আর্টিকেল ৩৭০ বাতিল করা হলো, এটি কোন ভাল ফল বয়ে আনবেনা। এটি ভারতের ইতিহাসে একটি কালোদিন হিসেবেই গণ্য হবে।

এমন মন্তব্য করেছেন ভারতের পাঞ্জাব প্রদেশের মূখ্যমন্ত্রী ক্যাপ্টেন অব. অমরিন্দর সিং। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে গণতান্ত্রিক ও আইনী নিয়মের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে কোন সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, যেভাবে এ সিদ্ধান্ত জম্মু-কাশ্মিরের উপর চাপিয়ে দেয়া হলো তাতে ভারতের সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণ ভেঙ্গে গেছে।

ক্যাপ্টেন অমরিন্দর বলেন, “ভারতীয় গণতন্ত্রের জন্য এটি একটি অন্ধকার দিন,” এর ফলে ভারতে একটি খারাপ নজির স্থাপন করা হলো। ভবিষ্যতে এর মাধ্যমে অন্যান্য রাজ্যগুলোর স্বাধীকার লঙ্ঘন করারও পথ তৈরি হলো। অথচ এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে করা যেতো।

একইসাথে অমরিন্দর পাঞ্জাবে আর্টিকেল ৩৭০ বাতিল উপলক্ষ্যে সকল ধরনের উদযাপন নিষিদ্ধ করে পাঞ্জাবে অবস্থানরত ৮ হাজার কাশ্মিরী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। একই সাথে পাকিস্তান সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply