মিয়ানমারের সেনা সমর্থিত প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জাতিসংঘের

|

রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার জেরে মিয়ানমারের সেনা সমর্থিত প্রতিষ্ঠানগুলোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালো জাতিসংঘ।

সোমবার এক প্রতিবেদনে বলা হয়, কোন প্রতিষ্ঠান মিয়ানমার সেনাবাহিনীর সাথে ব্যবসা করলে আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হবে।

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের প্যানেল সেনাপ্রধান মিন অং লাইং এবং উপ-সেনাপ্রধানের সাথে ‘মিয়ানমার ইকোনমিক হোল্ডিং লিমিটেড’ এবং ‘মিয়ানমার ইকোনমিক কর্পোরেশন নামক দুটি সংশ্লিষ্টতার পেয়েছে। সেদেশের দুটি শীর্ষ ব্যাংকের মালিক প্রতিষ্ঠানগুলো।

তদন্তকারীরা কমপক্ষে ৫৯টি বিদেশী প্রতিষ্ঠানের সাথে মিয়ানমার সেনাদের ব্যবসায়িক সম্পর্কের প্রমাণ পেয়েছেন।

এর মাঝে ২০১৬ সাল থেকে দেশটিকে অস্ত্র বিক্রি করছে ইসরায়েল, ভারত, কোরিয়া ও চীনের ১৪টি প্রতিষ্ঠান। গত মাসেই, মিয়ানমার সেনাপ্রধানসহ আরও পাঁচ সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

২০১৭ সালের আগস্টে রাখাইনে বর্বরোচিত নিপীড়ন চালায় সেনাবাহিনী। প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেন ৭ লাখের মতো রোহিঙ্গা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply