মোদির যৌবনের স্বপ্ন পূরণ, বিজেপি নেতার টুইট

|

সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে কট্টর হিন্দু মৌলবাদীদের প্রশংসার জোয়ারে ভাসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরই ধারাবাহিকতায় বিজেপি নেতা রাম মাধব মোদির পুরনো ছবি পোস্ট করে সরকারের ৩৭০ ধারা অনুচ্ছেদ বাতিলের প্রতিশ্রুতি পূরণ করায় ধন্যবাদ জানান। খবর এনডিটিভির।

সোমবার সংসদে দাঁড়িয়ে জম্মু কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেয়ার ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আর ওই ঘোষণার পরেই নাটকীয়ভাবে একটি টুইট করতে দেখা যায় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধবকে।

৩৭০ ধারা রদ প্রসঙ্গে তিনি টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি পুরনো ছবি পোস্ট করে লেখেন, প্রতিশ্রুতি পূরণ হয়েছে।

পুরনো ওই ছবিতে দেখা যাচ্ছে, তরুণ নরেন্দ্র মোদিকে একটি মঞ্চে আধশোয়া হয়ে বালিশে হেলান দিয়ে বিশ্রাম করছেন এবং পটভূমিতে একটি ব্যানার রয়েছে- ৩৭০ সরান, সন্ত্রাসবাদ নির্মূল করুন।

এর আগে, বিজেপি নেতা রাম মাধব সোমবার দিনটিকে “গৌরবময় দিন” বলে টুইট করেছিলেন। ওই টুইটে তিনি আরও লেখেন, আমাদের চোখের সামনেই সমগ্র জাতির সাত দশকের পুরনো দাবি বাস্তবায়িত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply