ইতালি থেকে ঈদ করতে এসে ডেঙ্গু, লাশ হয়ে ফিরলেন বাড়ি

|

শরীয়তপুর প্রতিনিধি:

স্বামী ও ফুটফুটে দুটি সন্তানসহ থাকতেন সুদূর ইতালিতে। আপনজনদের সাথে ঈদ করতে ছুটে এসেছিলেন দেশে। ক’দিন ঢাকায় থেকেই গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে যাবেন- এমনটাই ভেবেছিলেন ইতালি প্রবাসী নারী হাফসা লিপি। কিন্তু, মানুষ ভাবে এক, আর হয় আরেক। ঈদের আগেই গ্রামের বাড়ি ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে। গোটা পরিবারের ঈদের আনন্দ মাটি করে ডেঙ্গু কেড়ে নিলো তার প্রাণ।

রোববার রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফসা লিপি। মঙ্গলবার তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

স্বজনরা জানান, তিন সপ্তাহ আগে স্বামী-সন্তান নিয়ে দেশে বেড়াতে আসেন হাফসা। কলাবাগানে আত্মীয়ের বাসায় উঠেছিলেন তারা। সেখানেই ডেঙ্গুতে আক্রান্ত হন হাফসার স্বামী সর্দার আবদুল সাত্তার তরুণ (৩৬)। ক’দিন পর জ্বর হয় হাফসারও। কিন্তু, হাসপাতালে না গিয়ে স্বামীর সাথে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে ভর্তি করা হয় আনোয়ার খান মডার্ন হাসপাতালে। এনএস-ওয়ান পরীক্ষায় ডেঙ্গু রোগের জীবানু পায় চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে হাসপাতালের আইসিইউ-তে তার মৃত্যু হয়।

পারিবারিক কবরস্থানে স্বজনদের পাশেই ঠাঁই হলো হাফসার। কিন্তু, মা হারা হয়ে গেলো তার দুই সন্তান অলি (১২) ও আয়ান(৬)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply