ডেঙ্গুকে ‘জাতীয় মহামারী’ ঘোষণা করেছে ফিলিপাইন সরকার

|

ফিলিপাইনে ডেঙ্গুকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গুতে এ বছর দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৬২২ জন প্রাণ হারিয়েছে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত অন্তত ১ লাখ ৪৬ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে ডেঙ্গুকে ‘জাতীয় মহামারী’ ঘোষণা করেছে ফিলিপাইন সরকার।

এর আগে চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপের কারণে ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করেছিল তারা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৮ সালেও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল ফিলিপাইনে। তবে সে তুলনায় এ বছরে আক্রান্তের হার শতকরা ৯৮ ভাগ বেশি। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন ৬২২ জন।

ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো দুকে এক বিবৃতিতে বলেছেন, কর্মকর্তারা যেন জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে পারেন, সে কারণেই ডেঙ্গুকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। কোথায় কোন ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা শনাক্ত করতে এবং ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় প্রশাসন যেন কুইক রেসপন্স ফান্ড ব্যবহার করতে পারে, সে কারণেই এই ঘোষণা এসেছে সরকার থেকে।

আর্ন্তজাতিক গণমাধ্যমগুলোর খবর, এ বছর দেশটির ওয়েস্টার্ন বিসায়াস অঞ্চলে সর্বোচ্চ ২৩ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া কালাবারজন, জামবোয়াঙ্গা পেনিনসুলা ও নর্দান মিন্দানাও অঞ্চলেও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন শত শত মানুষ।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর প্রায় ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।

১৯৭০ সালের আগে বিশ্বের মাত্র ৯টি দেশে ডেঙ্গুর অস্তিত্ব পাওয়া গিয়েছিল। অথচ বর্তমানে ১০০টিরও বেশি দেশে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply