পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দুপুরে শেষকৃত্য হবে সুষমা স্বরাজের

|

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, আজ দুপুরে দাহ করা হবে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে। বুধবার নয়াদিল্লিতে, স্থানীয় সময় দুপুর ৩টার দিকে লোধি রোড শ্মশানে শেষকৃত্য হবে তার।

মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুষমা। ৬৭ বছর বয়সী এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিডনির অসুখসহ নানা শারীরিক জটিলতায়। পেশায় আইনজীবী সুষমা রাজনীতিতে পার করেছেন জীবনের প্রায় পাঁচ দশক। সাতবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বিজেপি সরকারের গত মেয়াদে।

ইন্দিরা গান্ধীর পর ভারতের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী তিনি। এর আগে, কেন্দ্রীয় সরকারের যোগাযোগ ও তথ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন সুষমা। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply