অস্ত্রের জন্য সাইবার হামলা করে ২শ’ কোটি ডলার চুরি করলো উত্তর কোরিয়া!

|

অস্ত্র কর্মসূচিতে অর্থ যোগাতে সাইবার হামলার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে ২শ’ কোটি ডলার চুরি করেছে উত্তর কোরিয়া। বুধবার, জাতিসংঘের প্রকাশিত দ্বিবার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

সংস্থাটির উত্তর কোরিয়া বিষয়ক তদন্ত কমিটি বলে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে এবং দক্ষ হ্যাকারদের কাজে লাগিয়ে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় দেশটি। চুরি করা হয়েছে মূলত, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে। পরে এসব অর্থ খরচ করা হচ্ছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর ব্যালেস্টিক মিসাইল তৈরিতে।

এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং। গেল দু’সপ্তাহে চার দফায় আটটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উন প্রশাসন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, উপদ্বীপে যৌথ সামরিক মহড়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে সতর্ক করতে ছোঁড়া হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply