মৃত্যুর ১ ঘণ্টা আগে কুলভূষণের আইনজীবীকে ফোন করেন সুষমা

|

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের জেলে বন্দি ভারতের সাবেক নৌ কমান্ডার কুলভূষণ যাদবের মামলার খোঁজখবর রাখতেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শারীরিক কারণে এ দফায় আর নির্বাচন করেননি। মোদি সরকারেও কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নেননি। তা সত্ত্বেও কুলভূষণের আইনজীবীর সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছিলেন। জানা গিয়েছে, মৃত্যুর ঠিক এক ঘণ্টা আগে কুলভূষণের আইনজীবী হরিশ সালভেকে তার ফি ১ টাকা দেওয়ার জন্য ডেকেছিলেন। হরিশ সালভে আন্তর্জাতিক আদালতে কুলভূষণের মামলায় ভারতের প্রতিনিধিত্ব করছেন। এজন্য, মাত্র ১ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন তিনি।

সুষমা স্বরাজের মৃত্যুর পর হরিশ সালভে ভারতীয় গণমাধ্যমে জানান, মৃত্যুর ঠিক এক ঘণ্টা আগে সুষমা স্বরাজের সঙ্গে তার কথা হয়। বলেন, রাত ৮:৫০ নাগাদ প্রাক্তন তার সাথে কথা হয়। সুষমাজি আমাকে ডেকেছিলেন। বলেছিলেন, এসে আমার সঙ্গে দেখা করুন। যে মামলা আপনি জিতেছেন তার পারিশ্রমিক ১ টাকা নিয়ে যান। উনি আমায় পরের দিন ৬ টার সময় পারিশ্রমিক নেওয়ার জন্য ডেকেছিলেন।

অসুস্থতা সত্ত্বেও সুষমা স্বরাজ যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলীর খোঁজখবর রাখতেন সালভির বক্তব্য সেটিই নির্দেশ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply