বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগী, রক্ত পরীক্ষায় দীর্ঘলাইন

|

রাজধানীসহ সারা দেশের হাসপাতালে এখনো বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আজও রাজধানীর বাড্ডার একটি বেসরকারী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, সরকারি-বেসরকারি হাসপাতালে ঠাঁই নেই। রক্ত পরীক্ষার জন্য ভোর থেকেই হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ও আতঙ্কিত মানুষের দীর্ঘ লাইন। হাসপাতালে বেড না পাওয়ায় অনেক রোগীর জায়গা করা হয়েছে মেঝেতে বিছানা পেতে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার-নার্সরা।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ২৯ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply