কাশ্মির ইস্যু: পাকিস্তান যাচ্ছে না ভারতের টেনিস দল

|

কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তানের সম্পর্কে ব্যাপক অবনতি ঘটেছে। দুই চিরশত্রু প্রতিবেশী দেশের মধ্যে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এর রেশ আছড়ে পড়ছে উভয়ের ক্রীড়াঙ্গনে। ইতিমধ্যে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের টেনিস দল।

টেনিস বিশ্বকাপখ্যাত ডেভিস কাপে খেলতে দীর্ঘ ৫৫ বছর পর পাকিস্তানে যাওয়ার কথা ছিল ভারতের। তবে কাশ্মির ঘটনায় তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটি। ইতিমধ্যে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনকে (এআইটিএ) জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে পাকিস্তানের বিপক্ষে খেলার আশা ছাড়েনি এআইটিএ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে নিরপেক্ষ ভেন্যুর চেয়ে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) কাছে আবেদন জানিয়েছে তারা।

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ডেভিস কাপ। এ জন্য সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। সেই লক্ষ্যে এরই মধ্যে দলও ঘোষণা করেছে তারা। প্রথম সারির সব খেলোয়াড়কে দলে রেখে সেই সফরের প্রস্তুতিও শুরু করেছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply