জম্মুতে ১৪৪ ধারা প্রত্যাহার

|

জম্মু কাশ্মিরের জম্মু জেলায় আরোপ করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার এক অফিস আদেশে এ প্রত্যাহারের কথা জানানো হয়। তবে কাশ্মিরে এখনও ১৪৪ ধারা বলবৎ আছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আজ শুক্রবার এক প্রশাসনিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট জারি করা ১৪৪ ধারা তুলে নেয়া হলো। ১০ আগস্ট থেকে চাইলে স্কুল-কুলেজও স্বাভাবিকভাবে খোলা যেতে পারে।

গত কয়েকদিন ধরে জম্মু কাশ্মি ও লাদাখে সাধারণ মানুষের চলাচল ও জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। গত মঙ্গলবার ভারত সরকার কর্তৃপক্ষ বলপ্রয়োগের মাধ্যমে কাশ্মিরের বিশেষ মর্যাদা রহিত করে।

এর আগে থেকে পুরো উপত্যকা জুড়ে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারি করে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত করা হয়। রাজ্যের নেতাদের বন্দী ও গ্রেফতার করা হয়। এরপরই রাজ্যসভায় বিরোধীদের তোপের মুখেও এ সংক্রান্ত প্রস্তাব পেশ ও পাশ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply