কাশ্মিরে সিনেমার শ্যুটিং করুন: বলিউডের প্রতি মোদির আহ্বান

|

৩৭০ ধারা রদ করে কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এবার খোশ মেজাজে নরেন্দ্র মোদি। বলিউড, তেলগু, তামিল সিনেমা পরিচালকদের আহ্বান জানালেন কাশ্মিরে শ্যুটিং করতে যাওয়ার।

গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথাই উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে ৷ ৩৭০ ধারা বাতিলের প্রসঙ্গ টেনে কাশ্মীরকে ফের সিনেমার শ্যুটিংয়ের অন্যতম প্রাণকেন্দ্র করে তুলতে বলিউড, তামিল, তেলেগু, এমনকী বিদেশের সিনে পরিচালকদের সিনেমার শ্যুটিংয়ের জন্য কাশ্মিরে যাওয়ার আহ্বান জানালেন মোদি৷

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি বলেন, ‘কাশ্মিরে ফের ছবির শ্যুটিং হবে৷ কাশ্মিরে আসুন ৷ বলিউড থেকে আসুন, তামিল, তেলেগু সিনেমা পরিচালকেরা আসুন ৷ বিদেশি সিনেমার মানুষজনও আসুন কাশ্মিরে শ্যুটিং করতে ৷’

বরাবরই বলিউডের কাছে কাশ্মির খুবই প্রিয় জায়গা সিনেমার শ্যুটিংয়ের জন্য ৷ তবে বেশ কিছু বছর ধরে কাশ্মিরের উত্তপ্ত পরিবেশের জন্য সিনেমার শ্যুটিংয়ে সংখ্যা কমে এসেছিল ৷ কয়েকটি হিন্দি ছবি সম্প্রতি শ্যুটিং হলেও, কঠোর নিরাপত্তার মধ্যে তা সম্পন্ন হতো ৷ তবে মোদির এই বক্তব্যের পরে, কিছুটা হলেও কাশ্মিরে ছবির শ্যুটিং নিয়ে আশার আলো দেখছেন দেশের সিনেমামহল।

সাম্প্রতিককালে বিশাল ভরদ্বাজের ‘হয়দার’, ইমতিয়াজ আলি প্রযোজিত ‘লয়লা-মজনু’, অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’, পরিচালক নীতিন কক্করের ‘নোটবুক’ ছবির শ্যুটিং হয়েছে কাশ্মিরের উপত্যকায় ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply