সমঝোতায় এলে ক্ষমা করা হবে আটক সৌদি রাজপুত্রদের?

|

সৌদি আবরে দুর্নীতির অভিযোগে আটক রাজপুত্র এবং ধনাঢ্য ব্যবসায়ীদের বেশিরভাগই কর্তৃপক্ষের সাথে সমঝোতায় রাজি হয়েছেন। এমন তথ্য দিয়েছে সৌদি অ্যাটর্নি জেনারেল। কর্তৃপক্ষ বলছে সমঝোতায় আসলে ক্ষমা করা হবে আটককৃতদের।

তবে সমঝোতোর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আর আটক রাজপুত্রদের মধ্যে কারা কারা সমঝোতায় রাজি হয়েছেন সে তালিকাও প্রকাশ করা হয়নি। তবে, এখনো যারা রাজি হয়নি তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানানো হয়। এর আগে, গেল সপ্তাহে কর্তৃপক্ষের সাথে সমঝোতা অনুসারে, সৌদি রাজ কোষাগারে ১শ’ কোটি মার্কিন ডলার দিয়ে মুক্তি পান রাজপুত্র মিতেব বিন আবদুল্লাহ। নভেম্বরের শুরুতে দুর্নীতি বিরোধী অভিযানে আটক করা হয় রাজপুত্র এবং ধনাঢ্য ব্যক্তিসহ অন্তত দুশ’ জনকে। অভিযুক্তদের আটক রাখা হয়েছে বিলাসবহুল হোটেল- রিৎজ কার্লটনে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply