ভারতে তিন রাজ্যে বন্যা ও ভূমিধসে নিহত ৮৬

|

ভারতের কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্রে টানা বৃষ্টিপাতের কারণে তিন দিনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮৬ জন। শুক্রবারই, প্রাকৃতিক দুর্যোগ সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৩২ জন মারা যান রাজ্যগুলোয়।

সাম্প্রতিক বৃষ্টি-বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেরালা। গেলো ২৪ ঘণ্টায় রাজ্যটিতে প্রাণ হারিয়েছেন ২৮ জন। ওয়াইনার ও মালাপুরাম শহরে হয়েছে ব্যাপক ভূমিধস; চাপা পড়েছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

রাজ্যটির ৭টি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে জাতীয় আবহাওয়া অফিস। রোববার পর্যন্ত বন্ধ থাকবে কোচি বিমানবন্দর। এসময় নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে অন্তত ৬৪ হাজার মানুষকে।

কর্ণাটকও বন্যায় বিপর্যস্ত। এদিকে, মহারাষ্ট্রে শুক্রবার পর্যন্ত বন্যা সংশ্লিষ্ট দুর্ঘটনা ও রোগে ২৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন দুই লাখ ৮৫ হাজার মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply