নওগাঁয় জ্বরে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

|

নিজস্ব প্রতিবেদক

এবার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে নওগাঁর এক স্কুল শিক্ষার্থী শিশু।

শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ সদর আধুনিক হাসপাতালে মৃত্যু হয় নওগাঁর বিয়াম স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ডানা’র।

মৃত ডানা নওগাঁ শহরের ভবানিপুর মহল্লার মাসুদ রানার একমাত্র মেয়ে।

স্বজনরা জানায়, শুক্রবার সকালে জ্বরে আক্রান্ত হয় ডানা। শনিবার জ্বর বেশি হলে দুপুরে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসাকে দেখানো হয়। তিনি ডেঙ্গু পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান। এরপর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়। কিছু পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই সে বেশি অসুস্থ হয়ে মারা যায়।

পরিবার আরও জানায়, গত কয়েকদিন আগে ডানা ঢাকা থেকে নওগাঁয় এসেছে। মৃত্যুর কিছু আগে সে বমি করছিল বলেও জানায় পরিবার।

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা জানান, ডানা মারা যাওয়ার পরে তার রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া যায়। কিন্তু সেখানে ডেঙ্গু ভাইরাসের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি।

ঘটনার পর ডানার পরিবারকে সান্ত্বনা জানাতে নওগাঁ জেলা প্রশাসক হারুন আর রশীদ এবং নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন তার বাড়িতে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply