বরগুনায় যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার

|

বরগুনা প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটায় হাত-পা বাধা এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে পাথরঘাটা থানা পুলিশ বিষখালী নদী থেকে জেলেদের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছেন।

পুলিশ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হাত-পা বাধা মস্তকবিহীন মরদেহটি ব্লক দিয়ে বাধা ছিলো। বরগুনার নলটনা ইউনিয়নের শোনা তলা এলাকার জেলেদের জালে মরদেহটি আটকে গেলে শনিবার সকাল ১১ টার দিকে পুলিশে খবর জানানো হয়। তারা মরদেহ উদ্ধার করলেও মাথা না থাকায় পরিচয় নিশ্চিত করতে পারেননি। বিকেল ৫ টায় বরগুনা মর্গে নিয়ে আসেন।

উদ্ধারের পর ফারুক আকনের জামাই কবির মোল্লা মরদেহটি তার চাচা শ্বশুর ফারুক আকনের বলে দাবী করেছেন।

ফারুক আকন ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। তার এক ভাই বিদেশ থাকেন এবং দুই ভাই ঢাকায় থাকতেন। তিন মাস আগে সে বাড়িতে আসে এবং এক মাস আগে নিখোঁজ হয় এবং নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরী করা হয়ে ছিলো।

তিনি আরে দাবী করেছেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে

পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম জানিয়েছেন, থানায় অপমৃত্যুর মামলা নিয়ে মরদেহটি ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনরা সনাক্ত করেছে মরদেহ ফারুক আকনের, এখন ময়না তদন্তের পর লাশ দাবীকৃত স্বজনদের দেয়া হবে। মরদেহটি ফারুক আকনের কিনা ! তা জানা যাবে ডিএনএ টেস্টে করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply