ঈদে মাদক সেবীদের প্রতিহতে হিলিতে পুলিশের চেকপোস্ট

|

হিলি প্রতিনিধি:

ঈদের দিন সকাল থেকে হিলি সীমান্তবর্তী মাদকের আখড়া হিসেবে পরিচিত গ্রাম গুলোর প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট বসানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন হাকিমপুর থানা পুলিশ ও বিজিবি কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের দিন হলেই মাদক সেবনে আগ্রহী হয়ে উঠে এক শ্রেণীর উঠতি বয়সী তরুণ যুবকেরা। তারা আশপাশের জেলা উপজেলা থেকে হিলি সীমান্তবর্তী মাদকের আখরা হিসেবে পরিচিত গ্রাম গুলোতে মাদক সেবন করতে আসে।

মাদক সেবীরা যাতে কোন ভাবে এসব গ্রাম গুলোতে প্রবেশ করতে না পাড়ে এবং কেউ যাতে মাদকের কেনা-বেচা করতে না পারে সেলক্ষ্যে এই বাড়তি সতর্কতা।

সাদা পোশাকের পাশাপাশি পোশাকেও পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হবে। অপরিচিত ও সন্দেহভাজন কাউকে দেখলেই তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply